রাজস্থলী, রাংগামাটি প্রতিনিধি রাজস্থলী উপজেলার তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়: এ বছরের এসএসসি পরীক্ষায় রাঙামাটির রাজস্থলী উপজেলাতে পাশের হারে ১মস্থান তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় । এ প্রতিষ্ঠানটি থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩৬ জন শিক্ষার্থী, পাশ করেছে ৮০ জন। পাশের হার- ৫৮.৮২% । জিপিএ ৫ পায়নি কেউও।
এর পরে, ২য় স্থানে বাঙ্গাহালিয়া উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় দ্বিতীয় অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৪৭.৬০%। পরীক্ষার্থী ছিল -৩১৩, পাস করেছে- ১৪৯ জন। জিপিএ ৫ পায়নি একজন ও ।
৩য় স্থানে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় ৩য় অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৩৪.৫৫%। পরীক্ষার্থী ছিল – ১১০, পাস করেছে-৩৮ জন। জিপিএ ৫ একজন ও পাইনি।