শনিবার, আগস্ট ১৬, ২০২৫

রাজস্থলীতে ‘হিল ফ্লাওয়ার’র উদ্যােগে উপজেলা তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট:

চাইথোয়াইমং মারমা, স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি এন জি ও সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যাগে ৩ নভেম্বর মঙ্গলবার সকাল দশ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে মিলন চাকমা হিল ফ্লাওয়ারের সিনিয়র ম্যানেজমেন্ট এর প্রতিনিধির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মার্মা, সভাপতি রাজস্থলী প্রেস ক্লাব মোঃ,অাজগর অালী খান, প্রাথমিক শিক্ষা অফিসার অাবুল কালাম অাজাদ,যুব উন্নয়ন অফিসার সবিনয় চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সিথি চাকমা, বিভিষন চাকমা, মাষ্টার ট্রেইনার মিসেস রিমি চাকমা,প্রকল্পের পিসি,প্রীতি রন্জন চাকমা, প্রকল্পের ট্রেইনার এপ্পি চাকমা,প্রকল্পের প্রোগ্রাম ফ্যাসিলেটর প্রমিলা তনচংগ্যা হিল ফ্লাওয়ার সংস্থার ম্যানেজমেন্ট প্রতিনিধি মিলন চাকমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী হিল ফ্লাওয়ারের কর্মচারী গন উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রধান অতিথি বলেন, হিলফ্লাওয়ার একটি অরাজনৈতিক সংস্থা। হিল ফ্লাওয়ার পার্বত্য চট্রগ্রামের এমন একটি শান্তিপূর্ণ সমাজের স্বপ্ন দারিদ্র্য দুঃখ দুর্দশা ও বৈষম্য থাকবে না। টেক সই উন্নয়নের লক্ষে অংশগ্রহন মুলক চাহিদা ভিত্তিক ও অধিকার ভিত্তিক কর্মসুচি গ্রহন করে এলাকার উন্নয়নে ভুমিকা রাখবে তিনি আরো বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ওয়াস ব্লক স্থাপন দুর্গম এলাকায় উন্নয়ন মুলক কার্যক্রম গুলো যথাযত ভাবে বাস্তবায়ন করার জন্য অাহবান জানান। পরে প্রধান অতিথি অাগত সকল অতিথিদের মাঝে কুশল বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত