বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাজস্থলীতে স্বাস্থ্য বিভাগ উদ্যেগে মাতৃগর্ভবর্তী মা দের মাঝে খাবার বিতরন

আপডেট:

চাইথোয়াইমং মারমা ,রাজস্থলী প্রতিনিধি,
রাঙ্গামাটি জেলাতে রাজস্থলী উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরের উদ‍্যোগে জাতীয় পুস্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে উপজেলার তিন টি ইউনিয়নে মাঝে নব্বই জন গর্ভবতী মা কে পুস্টিকর খাবার বিতরন করা হয়েছে।

আজ (১৮ ই মে সোমবার ) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রাঙ্গণে বিতরন কার্য‍্যক্রমে উপস্থিত ছিলেন রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শিবলু দে ,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,বাঙ্গালহালিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আলঙ্গীর হোসেন,ইউপি সদস্য মংউ মারমা,ছালমা আক্তার,মাথুই মারমা প্রমুখ। উল্লেখ্য, তিন ইউনিয়নে এসব পুস্টিকর খাবার ভবিৎষতে বিতরন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা:রুইহ্লাঅং মারমা গনমাধ্যম কে জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত