রাজস্থলী, রাংগামাটি প্রতিনিধি:
রাজস্থলী তে ২নং গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়া নামক স্থানে( ৭ ইং ২০২০) বিকাল ৪ টায় উথোয়াইপ্রু মারমা( ৩৭) নামে বিষ পানে আত্ন হত্যা করেন। সে ১নং রাইখালি ইউনিয়নের ডলুছড়ি পাড়া নিবাসী সাথোয়াইপ্রু মারমা ছেলে বলে জানা যায়।
সুত্র জানা যায়, সে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি তাইতং পাড়াতে ঘর জামাই হিসেবে রয়েছে। নিজ পারিবারিক কলহ জের ধরে স্ত্রী সাথে জগড়া হয়ে বিষ পান করেন। নিকস্ট জংগলে গিয়ে বিষ পানে আ ত্ন হত্যা অব স্থা লাশ পাওয়া যায়। এলাকা স্থানীয়রা লাশ জংগলে পড়ে দেখে সাথে সাথে নিকস্থ থানায় খবর দেন পরে পু্লিশ টিম গিয়ে লাশটি উদ্বার করে থানা নিয়ে আসা হয়।
এব্যাপারে রাজস্থলী থানায় ওসি মফজল অাহম্মদ জানান,সে পারিবারিক কলহ স্ত্রী সাথে জগড়া হয়ে বিষ পানে আত্ন হত্যা করেছেন বলে জানা যায়। আরো ওসি মফজল আহম্মদ বলেন,এব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলে সাংবাদিককে জানিয়েছেন। লাশটি শুক্রবারে সকালে পোস্ট মর্টেম জন্য রাংগামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।