স্টাফ রির্পোটার:
বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী আজ ১১ নভেম্বর দিবসটি পালনে রাজস্থলী উপজেলা অাওয়ামী পরিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন কেক কাটা ও দোয়ার আয়োজন করেছে।
বুধবার ১১ নভেম্বর সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি মিঠুল দাশের সভাপতিত্বে সাধারন সম্পাদক সুইসাপ্রু মারমা উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থানা অাওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা,বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক পুচিংমং মারমা। সভায় সাধারন সম্পাদক পুচিংমং বলেন বাংলাদেশ আওয়ামীলীগ একটি সু সংগঠিত দল জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশ কে উন্নয়নের জোয়ারে মডেলে রুপান্তরিত করছে। এর ফলে সকলে যুবলীগের পতাকার তলে একসাথে হাত মিলিয়ে থাকার অাহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা মহিলা যুবলীগের সভানেত্রী গৌতমি খিয়াং ও থানা অাওয়ামী যুব লীগের নেতা কর্মীগণরা ।