রবিবার, আগস্ট ১৭, ২০২৫

রাজস্থলীতে যায়যায়দিনের এক যুগ বর্ষপূর্তি উদযাপন

আপডেট:

নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় দৈনিক যায়যায়দিনের এক যুগ পদার্পন বর্ষপূর্তি( ২৫ জুলাই ২০২০) শনিবার সকাল ১০ ঘটিকার সময় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ডাঃ রুইহলাঅং মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার অাবুল কালাম আজাদ থানা অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান,নির্বাচন কর্মকর্তা উৎফল বড়ুয়া, সোনালী ব্যাংক ম্যানজার বিল্ল কুমার তনচংগ্যা, সাংবাদিক কাইয়ুম হোসেন মিরাজ, চেয়ারম্যান উথান মারমা, কারিতাস ম্যানজার সাধন বিকাশ চাকমা প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্টানে বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকা একটি জনবহুল পত্রিকা পাঠকের চাহিদা পুরন করে সমাজে রাষ্ট্রে পরিচিত লাভ করেছে। বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনে যায়যায়দিন বদ্ধপরিকর, তাই যায়যায়দিনে উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

সমগ্র অনুষ্টান টি উপস্থাপন করেন যায়যায়দিন পত্রিকার রাজস্থলী প্রতিনিধি আজগর অালী খানসহ প্রিন্ট ইলেকট্রনিকস সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত