চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ৩নং বাংগালহালিয়া ইউপি ৪নং ওয়ার্ডে অবস্থিত সরেজমিনে (১৬ ইং মে শনিবার) ঘুরে এসে দেখা যাচ্ছে, ,ঐতিহ্য হেডম্যান পাড়াতে পাহাড়ী বাঙালি মিলে যুগ যুগ ধরে প্রায় ৪৫ পরিবার বসবাসরত আছে। কিন্তু দু:খের বিষয় প্রতি বছর বর্ষা মৌসুম আসলে বর্ষা পানি জোয়ারে খালে পানি বৃদ্ধি তে পাড়াতে বন্যা সহ খাল কুল ভেঙে যাচ্ছে কিন্তু প্রশাসন দেখার কেউ নেই। স্থানীয় পাড়াবাসী কয়েকজন প্রবীন অভিযোগ করে বলেন, আমরা ঝুকির মধ্যে বসবাস করছি। যেকোন সময় আস্তে আস্তে খাল কুল ভেঙে যাচ্ছে বষা মৌসুমে খালে স্রোতের জোয়ায়ে প্রতি বছর ভাঙন দেখা যায় কিন্তু দেখার কেউ নেই। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রী পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, চেয়ারম্যান, পার্বত্য উন্নয়ন বোর্ড, চেয়ারম্যান জেলা পরিষদ, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান রাজস্থলী, উপজেলা নির্বাহী অফিসার, নিবাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড রাংগামাটি কার্যালয় দৃষ্টি আকর্ষণ খাল কুল কিনারা বন্ধ করার জন্য পাড়াবাসীরা জোরালো দাবী।
এই খাল কুল বন্ধ করা না গেলে অদূর ভবিৎষতে হেডম্যান পাড়া ঐতিহ্য পাড়া বিলিন হয়ে যাবে। একদিকে পাড়াতে বর্ষা মৌসুমে বন্যা প্লাবিত দেখা যায়। প্রশাসন দেখার কেউ নেই।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে দৃষ্টি আকর্ষণ করছি।