শনিবার, আগস্ট ১৬, ২০২৫

রাজস্থলীতে প্রান্তিক পিছিয়ে পড়া চাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট:

চাইথোয়াইমং, মারমা স্টাফ রিপোটার:
রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার বেসরকারী এন জিও এগ্রো- ইকোলজি প্রকল্পের অাওতায় বিভিন্ন ওয়াডের প্রান্তিক চাষীদের নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে একমত বিনিময় সভা রবিবার ১৮ অক্টোবর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে, সভায় পাহাড়ের পিছিয়ে পড়া চাষীদের গুরুত্ব পূর্ণ বিশেষ অালোচনা করেন উপজেলা কৃষি অফিসার মো: হাসিবুল হাসান।

তিনি বলেন, পাহাড়ের প্রান্তিক পিছিয়ে পড়া চাষীরা বিভিন্ন সময় কৃষি বিভাগের পরামর্শ নিতে সব সময় অফিস খোলা থাকবে। তাই প্রয়োজনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ সব সময় রেখে সার্বিক সহযোগিতায় নিতে পারেন। অাপনাদের এলাকায় কাজু বাদামের চাঁষ করে অনেকে বিপুল লাভবান হয়েছেন অাপনারা কাজু বাদামের উৎসাহিত হয়ে চাষ করুন প্রয়োজন হলে সরকারি যথাযথ সুযোগ সুবিধা প্রদান করে দেব। বিভিন্ন উৎপাদিত ফসলাদীর বিষয়ে পরার্মশ নেওয়ার জন্য তিনি অাহবান জানান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক অাজগর অালী খান, মাঠ কর্মকর্তা এগ্রো ইকোলজি, সাধন কৃঞ্চ চাকমা সহ প্রান্তিক সুবিধাভোগী চাষীগন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত