নিজস্ব প্রতিনিধি.
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাতে ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মহব্বত পাড়া এলাকায় অবস্থিত, ঘিলাছড়ি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র। দীর্ঘদিন যাবৎ কেন্দ্রের পিছনে ব্যবহৃত সেফটি ট্যাংকিটি পরিতক্ত্য অবস্থায় থাকায় যে কোন মৃর্হতে দৃর্ঘটনার বড় অাশংকা করা হচ্ছে, কর্তৃপক্ষের নজরে না রাখায় ট্যাংকিটি ভেঙে বড় ধরনের গর্ত হয়ে পড়ে।
বিষয়টি সর্ম্পকে পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি জানান,, অামি অল্প কয়দিন হয় যোগদান করেছি। আমার ষ্টাফদের নিয়ে আলোচনা করে কি ব্যবস্থা নিতে পারি চেষ্টা করবো। আসলে কর্তৃপক্ষকের মানসিক উদাসিনতার কারনে অকালে অনেক প্রাণ ঝড়ে যেতে পারে।
মহব্বত পাড়া টি জনবহুল এলাকা, প্রতিদিন সব সময় ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় আসা যাওয়া করে। ফলে যে কোন মুর্হতে বড় দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। দ্রুত মেরামত করার জন্য এলাকা বাসী উর্ধতন কর্তৃপক্ষের কাছে অাশু কামনা করেন।