শনিবার, আগস্ট ১৬, ২০২৫

রাজস্থলীতে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রাজস্থলী প্রেস ক্লাব কর্তৃক সংবর্ধিত

আপডেট:

রাজস্থলী(রাঙ্গামাটি) প্রতিনিধি :
প্রথম বারের মতো পার্বত্য জেলা পরিষদের রাজস্থলী উপজেলা থেকে মারমা কোটায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় নিউচিং মারমাকে আজ ২২ ডিসেম্বর (মঙ্গলবার)২০২০ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিলো রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রাঙ্গামাটি সংসদীয় অাসনের এম পি দীপংকর তালুকদারের অান্তরিকতায় রাজস্থলীতে পিছিয়ে পড়া ও অবহেলিত মারমা সম্প্রদায় থেকে নিউচিং মারমাকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেন। এসময় সংবর্ধনা গ্রহন পরবর্তীতে তিনি বলেন,ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির রাজস্থলীতে মাননীয় প্রধানমন্ত্রী ও দীপংকর তালুকদার এমপির ঐকান্তিক প্রচেষ্টায় অাজ কোন জাতি পিছিয়ে নাই, তার ধারাবাহিক উদাহরণ অামি নিজেই। অামার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করব,রাঙ্গামাটি জেলা পরিষদের আওতায় থাকা সকল উন্নয়ন কাজ করে যাবো রাজস্থলী উপজেলায়। তিনি অারো বলেন,অামি শুধু মারমা সম্প্রদায়ের সদস্য নয়, অামি সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব হিসেবে রাজস্থলী উপজেলার সকলের জন্য রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য। তাঁর নিজ বাস ভবনে সংবর্ধনা কালে উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি অাজগর অালী খান, সিনিয়র সহ সভাপতি চাউচিং মারমা,হারাধন কর্মকার, কাইয়ুম হোসেন মিরাজ, অাইয়ুব চৌধুরী, চাইথোয়াইমং মারমা, নুশরাতজাহান নিশু প্রমুখ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত