রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটি জেলাতে রাজস্থলী উপজেলায় আবার হানা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন একজন সরকারী চিকিৎসক। সে আক্রান্ত ব্যক্তি হলেন বাঙ্গালহালিয়া ২ নং শফিপুর কমিউনিটি ক্লিনিকের কর্মরত উপসহকারী চিকিৎসক ডা. নারায়ন চন্দ্র দাশ।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় এমন তথ্য নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা।
তিনি বেশ কিছুদিন শ্বাস কষ্ট এবং জ্বর নিয়ে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বর্তমানে তার শাররীক অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে। তিনি বাড়ীতে বিশ্রামের অবস্থান করছেন বলে জানা যায়।