বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাজস্থলীতে থুইনুমং মারমা হত্যা মামলায় আটক একজন

আপডেট:

স্টাফ রির্পোটার:
রাঙ্গামাটি জেলাতে রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সাথে জড়িত থাকার সন্দেহে রাজস্থলী উপজেলার তাইতং পাড়া এলাকার নিবাসী মং এ মারমার ছেলে মংহাইসিং মারমা কে গতকাল রাত ১২ ঘটিকায় উপজেলার পৌয়তু পাড়া নামক স্থান হতে গোপন সংবাদের ভিত্তিতে থাকে অাটক করে আইনশৃংখলা বাহিনী।

উল্লেখ্য যে গত ২০/১১ নভেম্বর পৌয়তু পাড়ায় থুইনুমং মারমা নামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। সে পরিপ্রেক্ষিতে নিহত থুইনুমং মারমার মা বাদী হয়ে রাজস্থলী থানায় ৩০২/৩৪/১০৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে মামলায় মংহাইসিং মারমা কে আসামী করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, প্রতিবেদককে জানান, গতকাল সেনাবাহিনীর সদস্যরা অাসামী মংহাইসিং মারমা কে থানায় নিয়ে অাসে। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত