সোমবার, আগস্ট ১৮, ২০২৫

রাঙ্গুনিয়া নিশ্চিন্তাপুর পাহাড়ের ঢালে মহিলার গলাকাটা লাশ উদ্ধার

আপডেট:

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় স্বামীর জন্য প্রবাসে মাংস পাঠাতে গিয়ে শেলি আক্তার (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের চন্দ্রঘোনা-নিশ্চিন্তাপুর সড়কের শেখ রাসেল পার্কের পাশর্বর্তী এলাকায় মুখোশ পড়া ৪ ব্যক্তি তাকে জবাই করে খুন করে পালিয়ে যায়। এই ঘটনায় তার কাজের মেয়েকে দড়ি দিয়ে বেঁধে পানিতে ফেলে দিলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।

নিহত শেলি আক্তার উপজেলার পোমরা ইউনিয়নের উত্তর পোমরা মৌলভী পাড়া হাজী রফিকুল কদরের মেয়ে। তার স্বামীর নাম শাহ আলম। তিনি মধ্যপ্রাচ্যের আবুধাবী প্রবাসী এবং বাড়ি পাশর্বর্তী রাউজান উপজেলায় হলেও তারা ঘর বেঁধে বাপের বাড়ি এলাকাতেই থাকতো। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মর্গে প্রেরণ করা হবে। ঘটনার রহস্য উদঘাটন সহ খুনিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় এই ঘটনার জন্য স্বজনরা সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত