রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
অভিযান চালিয়ে ৪ মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা। রাঙ্গুনিয়ায় ৩ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ঔষধ পুড়ালো ভ্রাম্যমাণ আদালত।
রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট বাজারে বিভিন্ন ফার্মেসিতে ড্রাগ সুপার, চট্টগ্রাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: মাসুদুর রহমান। এসময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও ভেজাল ঔষুধ জব্দ করে নষ্ট করে দেওয়া হয়। চারটি ফার্মেসির মালিককে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।