সোমবার, আগস্ট ১৮, ২০২৫

রাঙ্গুনিয়ায় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ঘিরে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের আমেজ!

আপডেট:

ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার (২ জুন) রাঙ্গুনিয়ার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সকাল ৯ টা থেকে শুরু হয়ে নির্বাচনের ভোট গ্রহণ চলে দুপুর ১ টা পর্যন্ত।  এসময় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে হৈ-হুল্লোড়ের ও আনন্দ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

 

সরেজমিনে ৩ নং রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছে। সেখানে নির্বাচন কমিশনার হিসেবে ৫ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাফাতকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।ভোটকেন্দ্রে কাজ করছে সহকারী পিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা।

বিজ্ঞাপন

 

৩ নং রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল  নির্বাচনে ৩ম শ্রেণি হতে নির্বাচিত প্রার্থী  ইসফাকুন নাহার তাহা জানান, আমি তৃতীয়  শ্রেণিতে পড়াশোনা করি। আমি ৬৪ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছি।আমার সহপাঠীদের সাথে নিয়ে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষকদের সহযোগিতায় কাজ করবো।

স্টুডেন্টস কাউন্সিল  নির্বাচন বিষয়ে প্রধান শিক্ষিক মোহাম্মদ হারুন  বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত এই স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনকে সাধুবাদ জানাই ।আশা করছি এই স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন নতুন নেতৃত্ব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত