মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া:
গাউছিয়া সমিতি বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও অাগামী ৪ নভেম্বর সকাল অাট ঘটিকার সময় পোমরা বুড়ির চত্বর হতে শুরু হবে।
গতকাল শনিবার পোমরা খাঁ মসজিদস্থ খানকা শরীফে গাউছিয়া সমিতি বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পোমরা ইউনিয়ন গাউছিয়া সমিতির সভাপতি মাওলানা অাবদুল মান্নান হারুনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন, সৈয়্যদবাড়ী দরবার শরীফের সাজ্জাদানাশীল পীর তরিকত হযরতুল অালহাজ্ব মাওলানা ছৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.অা) সাহেব।তিনি সর্বস্থলে সকল সুন্নী জনতাকে পবিত্র জশনে জুলুসে অংশগ্রহণ করার অাহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ সেলিম, এ.কে.এম বখতিয়ার, মফিজুর রহমান, মাস্টার ফারুক প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,কেন্দ্রীয় গাউছিয়া সমিতির সহ সভাপতি ও সাবেক জুলুস প্রস্তুতি কমিটি অাহবায়ক জাহেদুল অালম চৌধুরী অাইয়ুব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় গাউছিয়া সমিতি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক অালহাজ্ব মাওলানা অালীশাহ নেছারী,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, মাওলানা অাবু মুসা অাশয়ারী, মাওলানা ফজলুল করিম নঈমী,মাওলানা খোরশেদ আলম, অাবদুল গফুর, মুহাম্মদ ফারুক শাহ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অারো উপস্থিত ছিলেন, হামিদ শরীফ মেম্বার,মাস্টার ইসমাইল, কাজী রিপন, অালহাজ্ব অাবদুল হামিদ, অাবু সওদাগর, অালহাজ্ব অাবদুল সাত্তার, মাস্টার নুরুল অাজিম, মনিরুল ইসলাম, দিদারুল ইসলাম, অাবুল কালাম, নুর মুহাম্মদ, হাজী কোরবান অালী প্রমুখ।