ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোগলের হাট প্রিমিয়ার লীগের পঞ্চম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর ) বিকেলে উপজেলার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে “আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি”র সার্বিক সহযোগীতায় এর উদ্বোধন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ইঞ্জিনিয়ার, জান মুহাম্মদ পাড়া আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা কমিঠির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, জান মুহাম্মদ পাড়া আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা কমিঠির ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ, মোগলের হাট খেলোয়ার সমিতির সিনিয়র খেলোয়ার মো. রুবেল,শফিকুল আলম আরমান, মির্জা আরিফ, রহমতুল্লাহ, আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. সেকান্দর ও মৌওলানা মো. শাহেদ প্রমুখ।
উদ্ভোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করে টিম ফাইটার্স বনাম টিম সিক্সার্স। টসে জিতে টিম ফাইটার্স ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৩ ওভার শেষে ১২১ রান সংগ্রহ করে। ১২২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১২.৪ ওভারে ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টিম সিক্সার্স। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন টিম সিক্সার্স এর মো. সায়মন।
উল্লেখ্য ৪ দলের অংশ্রগ্রহনে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে এই লীগের আয়োজন করা হয়।