রাঙ্গামাটি প্রতিনিধি:
এর পর ১ দিনের ব্যবধানে রাঙ্গামাটি সদরে নতুন আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুত্রে জানা যায়, তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স হয়। এতে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক বিশেষজ্ঞ পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি সুনিশ্চিত করেছেন। এখন রাঙ্গামাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জন।
তিনি গনমাধ্যমকে জানান, নতুন শনাক্ত এই রোগীর বয়স ৪৬ বছর এবং তিনি রাঙ্গামাটি সদরের টিএন্ডটি এলাকার বাসিন্দা হয়। উল্লেখ্য আক্রান্ত নার্সের নমুনা ১১মে সংগ্রহ করে পাঠানো হয়েছিল এবং চট্টগ্রামের ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে শনিবার সন্ধ্যায় এই রিপোর্ট পাওয়া গেছে বলে দায়িত্বরত ডা: মোস্তফা কামাল নিশ্চিত করেন তিনি।