নিজস্ব সংবাদদাতা,
আজ মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক রাঙ্গামাটি কাউখালী উপজেলা কচুখালীতে মোট ৮টি গ্রামবাসী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বাংলাদেশ মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন শীতকালে এই মানবসেবা ৫ম ধাপে ধারাবাহিকভাবে করে যাচ্ছে যা খুবই প্রশংসনীয়। এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রীমৎ জ্ঞানবংশ মহাথের।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক বাবু অংশেপ্রু মারমা অংশে। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখা শাখা সদস্য বাবু আথুইপ্রু মারমা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সদস্যবৃন্দগণ। এ শীতবস্ত্র অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন মিসেস দুমাজাই মারমা। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে গরীব হতদরিদ্র মানুষেরা শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি হয়ে সাধুবাদ জানিয়েছে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বাবু অংশেপ্রু মারমা অংশে বক্তব্য রাখেন।
তিনি বলেন “শীতকালে অনেক গরীব দিনমজুরী মানুষেরা শীতের সাথে দিনপাত ও জীবনযাপন করে থাকে। তাদের জন্য এই সামান্য শীতবস্ত্র কম্বল অনেকটা শীত নিবারনে সহযোগিতায় সহায় সম্বল হয়ে দাঁড়ায়। তাই আমরা মানুষের শীত নিবারনের জন্য এই সামান্য উদ্যোগ গ্রহন করেছি।” মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন শ্রদ্ধেয় গুনবংশ ভিক্ষু। তিনি এই এসোসিয়েশনের কমিটির সদস্য-সদস্যাবৃন্দদের তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছেন।
কারন মহামারী করোকালীন সময়েও এই অনুষ্ঠানকে সুন্দর ও শৃঙ্খল বজায় রাখার জন্য এসোসিয়েশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম করেছে। বাংলাদেশ মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন তাদের মহতি কাজের মাধ্যমে একটি জনপ্রিয় সামাজিক সংগঠন হিসেবে মেহনতি মানুষের খুব সমাদৃত হয়ে সামনের দিকে এগোচ্ছে।