শনিবার, আগস্ট ১৬, ২০২৫

রাঙ্গামাটিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট:

চাইথোয়াইমং মারমা, স্টাফ রিপোর্টার: রাংগামাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা উদ্যোগে সকাল ১০:৩০ মিনিটে শনিবার ডিসি কোর্ট প্রাঙ্গণে এক প্রতিবাদ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে,সভাপতিত্ব করেন দীপক বাবু,জেলা শাখা সভাপতি, সাংগঠনিক সম্পাদক, সমীরন বড়ুয়া, সাধারন সম্পাদক,পলাশ কুসুম চাকমা,সহ-সভাপতি অরুপ কুমার মুৎসুদ্দী,আহবায়ক, চাইথোয়াইমং মারমা, রাজস্থলী উপজেলা শাখা)অন্যান্য প্রবীন সমাজ সেবক, নবীন যুবক/ যুবতী সম্প্রদায়রা অংশগ্রহন করেন। উক্ত সমাবেশ অনুষ্ঠানের সঞ্চলনায় করেন, পলাশ কুসুম চাকমা।

সাংগঠনিক সম্পাদক সমীরন বড়ুয়া বলেন,ধর্ম যার যার রাস্ট্র সবার এই স্লে াগানকে সামনে রেখে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই সকলে ঐক্য দল বল একতাবদ্ব ভাবে কাজ করতে হবে।কিছু দিন আগে রাংগামাটিতে অপশক্তি অসমপ্রদায়ীক মৌলবাদী লোক কে বা কারা মন্দিরকে অাক্রমন করা হয়েছে। এর প্রতিবাদ নিন্দা জানাই। অধ্যাপক কু্শল চক্রবর্তীকে হত্যার হুমকিদাতার সন্ধান চাই বিচার চাই। সভাপতি দীপক বাবু বলেন,আমরা সকলে সাহসিক মনোবল নিয়ে সোচ্চার হতে হবে। আজকে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ সফল করুন। আমরা এদেশের অসম্প্রসাদায়ীক চেতনার মৌলবাদী বিরুদ্ধের রুখে দাড়াতে হবে। আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের শান্তি তে বাস করতে চাই। এখানে কিছু অপশক্তি মৌলবাদী রা অশান্তি সৃষ্টি করতে চলেছে।

বিজ্ঞাপন

সংখ্যা লগুদের উপর নিপিড়িত নির্যাতন বন্ধ করুন বন্ধ করতে হবে। আজকে মূলত সমাবেশ বা প্রতিবাদ ১৩ দাবীতে আদায়ের মূল ল ক্ষ্য হচ্ছে :১.সাম্প্রদায়িকতার কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।২.মুরাদনগর পাবর্তীপুরে হামলা কেন জবাব চাই দিতে হবে।৩.ধর্ম অবমাননার কথিত দায়ে হামলা করা চলবেনা চলবেনা। ৪. অধ্যাপক কুশল চক্রবর্তী কে হত্যার হুমকীদাতার সন্ধান চাই বিচার চাই। ৫.ধর্ম অবমাননার কথিত দায়ে ছাত্রদের ছাত্র ত্ব বাতিল করা চলবেনা চলবেনা।৬. ধর্ম অমাননার কথিত দায়ে গ্রেপ্তার কৃত ভিকটিমদের অনতিবিলম্বে মুক্তি চাই দিতে হবে। ৭. ধর্ম বিদ্বেষ ছড়ায় যারা দেশ ও জাতির শক্রু তারা ৮.জগনাথের ছাত্রী তিথি সরকারের স ন্ধান চাই দিতে হবে। ৯.ধর্ম প্রাণ শহীদুন্নবী কে পিটিয়ে পুড়িয়ে হত্যার বিচার চাই করতে হবে।১০.সংখ্যালগু ছাত্রদের বিরুদ্ধে প্রদত্ত শো- কজ নোটিশ প্রত্যাহার কর করতে হবে।১১.সংখ্যালগু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালগু কমিশন গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কর করতে হবে।১২. ৭২’র সংবিধান মৌল আদলে ফিরিয়ে দাও দিতে হবে।

১৩. সংখ্যালগু দের উপর হামলা সইবেনা বাংলা। তিনি আরো জানান,আগামীতে বড় ধরনের কর্মসূচি প্রতিবাদ সমাবেশ বি ক্ষোভ আয়োজন করা হবে বলে সকলে প্রতি আহবান জানাই।

বিজ্ঞাপন

আজকে প্রতিবাদ সভাতে সভাপতি, দীপক বাবু সকলকে অল্প সময়ের ধৈর্য্যসহকারে অংশগ্রহণে জন্য উপস্থিতে আবার জেলা কমিটি প ক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত