চাইথোয়াইমং মারমা, নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার আরো ২জনের করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। এ নতুন শনাক্ত দুইজনের মধ্যে ১ জন রাঙামাটি জেনারেল হাসপাতালের স্টাফ নার্স এবং অপরজন কাপ্তাইয়ের একজন সরকারি চাকুরীজীবী সূত্রে জানা যায়। এ বিষয়টি সু- নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক বিশেষ ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল গনমাধ্যমকে জানান।
এনিয়ে রাঙ্গামাটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দাঁড়িয়েছে ৫৮ জন। উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগ হতে জানা যায়। এই ৫৮ জনের মধ্যে ৮ জনকে ইতিমধ্যে সুস্থ ঘোষণা করেছে। ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। সামাজিক দুর ত্ব বজায় রেখে চলাচল করুন। মাস্ক সকলে ব্যবহার করুন। কোভিড-১৯ রোগের সচেতন হোন। সাবান দিয়ে হাত মূখ ভাল করে ধুঁয়ে পরিস্কার পরিছন্নতা রাখুন। বিশেষ সূত্রে জানা যায়,যারা জেলা বাইরে অবস্থানরত দেশে বিদেশে প্রবাসী বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবি কর্মরত লোকরা ঈদের শেষ দিন পর হতে ও যার যার গ্রামে প্রবেশ করছে।
এব্যাপারে প্রশাসন ভাবে কঠোর সজাগ ও নজর দারী হওয়া বিশেষ প্রয়োজন বলে কয়েকজন নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয়রা গনমাধ্যম কে জানান। করোনা রোগী আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এব্যাপারে স্থানীয় জনগনরা নিজে সচেতন হয়ে নিকস্ট পুলিশ প্রশাসন কে অবহিত করতে হবে।