বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

রাঙামাটি জেলায় গত ২৪ ঘন্টায় নতুন কোন রিপোর্ট প্রকাশিত হয় নি

আপডেট:

রাংগামাটি প্রতিনিধি:
প্রাদুভার্ব বিস্তারে নভেল করোনাভাইরাস। শুরু চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে ভিক্তিক । পুরো মহামারী ঘোষিত এই ভাইরাসে প্রতিনিয়ত মৃতের সংখ্যা প্রতিদিন বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।( গত ৬ মে) রাঙ্গামাটিতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।

২৯ মে সকাল ৯ টা পর্যন্ত রাঙামাটি সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, রাঙামাটির প্রায় ১০ টি উপজেলার মধ্যে ৮টিতে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে রাঙামাটি সদরেই আছেন ৩৫জন। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে লংগদুতে ৪ জন, নানিয়ারচরে ১ জন, কাউখালীতে ৬ জন, কাপ্তাইয়ে ৩ জন, রাজস্থলীতে ১ জন, বিলাইছড়িতে ২ জন, জুরাছড়িতে ৬ জন শনাক্ত রয়েছে। এতে বাঘাইছড়ি ও বরকল এখনো এই ভাইরাস মুক্ত এলাকা হিসেবে গন্য করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত