বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

রাঙামাটিতে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০জনে

আপডেট:

নিজস্ব প্রতিনিধি:
ধীর গতিতে ৫ দিন পর অতিবাহিত আবার ও রাঙামাটি জেলায় নতুন করে সনাক্ত ৮ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এতে , সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল বিশেষ পার্সন ডা. মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সিভাসু থেকে খবর আসা ২৫টি রিপোর্ট এসেছে; এরমধ্যে ৮ জনের করোনা পজিটিভ। এ নতুন শনাক্ত হওয়া আটজনই কাপ্তাই উপজেলা।এর মাধ্যমে রাঙামাটিতে মোট শনাক্ত বর্তমানে দাঁড়াল ৯০ জন।

সূত্রে জানা যায়, করোনা পজিটিভ আসা রোগী ৮ জনের মধ্যে ৪ জন ওয়াগ্গা পাগলী পাড়া ক্যাম্পের পুলিশ সদস্য, একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মচারী, একজন উপজেলা স্থাস্হ্য বিভাগের পরিসংখ্যানবিদ, একজন বড়ইছড়ি কর্নফুলি সরকারি কলেজ এলাকার বাসিন্দা এবং অপর একজন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালার করোনায় মৃত নার্স যুবকের পিতা বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত