চাইথোয়াইমং মারমা, রাংগামাটি প্রতিনিধি:
রাংগামাটি জেলায় গত বৃহস্পতিবার আসা ৭৯ টি রিপোর্টের সবগুলোই নেগেটিভ আসার ‘সাময়িক স্বস্তি’ কাটতে না কাটতেই, শুক্রবারে রাতে খবর জানা গেলো আবারো উদ্বেগ আর উৎকন্ঠার পুরনো সংবাদ পাওয়া যায়। এ মে মাস জুড়ে করোনা আক্রান্তের ঝুড়িতে যুক্ত হলো নতুন আরো তিনটি নাম,মধ্যরাতে সূত্রে খবরে আসে। সব মিলিয়ে এখনো পার্বত্য শহর রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৬ !
এর পর শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৫ টি রিপোর্টের মধ্যে নতুন ৩ টি পজিটিভ এবং ৪২ টি নেগেটিভ আসে।
শুক্রবার আসা রিপোর্টে নতুন করে শনাক্ত নতুন তিন করোনা রোগির একজন রাঙামাটি শহরের এবং বাকি দুজন নানিয়ারচর ও কাউখালী উপজেলার বাসিন্দা। রাঙামাটি শহরের আক্রান্ত ব্যক্তি শহরের এ্যালায়েন্স হাসপাতালের কর্মী বলেও নিশ্চিত খবর পাওয়া গেছে।
এতে নতুন করে তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক বিশেষজ্ঞ পার্সন ডা: মোস্তফা কামাল গনমাধ্যমকে জানান।
এই তিনজনসহ রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৬ দাড়িয়েছে । এদের মধ্যে প্রথম ইতি পূর্বে আক্রান্ত ৪ জন সুস্থ হয়েছেন এবং ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এর আগে ৬ মে রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন ৪ জন। এরপর ধাপে ধাপে ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন ,১৪ মে ১১ জন , ১৬ মে ১ জন, ১৯ মে ১৭ জন এবং ২২ মে ৩ জন কোভিড-১৯ আক্রান্ত হলো করোনায়। আমরা লক ডাউন মেনে চলুন সামাজিক দুর ত্ব বজায় রেখে চলে ফেরা করুন। এবং প্রতিদিন ঘরে থাকুন সুস্থতা নিজে থাকুন প্রতিবেশীদের সুস্থতা রাখুন। খাওয়ার আগে প্রতিদিন ভালো করে সাবান দিয়ে হাত মূখ ধুয়ে পরিস্কার ও পরিছন্নতা থাকুন। সঠিকভাবে সকলে মাস্ক ব্যবহার করুন এবং অপ্রয়োজনে ঘর হতে বের হয়ে যেখানে সেখানে রাস্তা ঘাটে ঘুরে ফেরা করবেন না। যেখানে সেখানে জড়ো হয়ে দোকানে ৪/৫ জন অাড্ডা দিবেন। কোভিড-১৯ রোগের সচেতন হউন।