শনিবার, আগস্ট ১৬, ২০২৫

রাংগামাটি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: শিবু প্রসাদ মিত্র আর নেই

আপডেট:

স্টাফ রিপোর্টার:
রাংগামাটি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ডা:শিবু প্রসাদ মিত্র( ৬৭) ১০ ইং তারিখে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যু বরন করেন। তিনি ডায়বেটিকস, হার্ট রোগ সহ অন্যান্য রোগে ভুগিতে ছিলেন। তাঁর মৃত্যুতে রাংগামাটি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখাসহ উপজেলা শাখা কমিটি সকল সদস্য সদস্যাবৃন্দ রা গভীর ভাবে শোকাহ জানাই। আমরা একজন ভালো অভিভাবক দ ক্ষ প্রবীন সভাপতিকে হারিয়েছি। তিনি দীর্ঘদিন ধরে সততা নিষ্ঠা সাথে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সংগঠনের জন্য সভাপতি মহোদয় অপরিশীম ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে অন্যান্য বেসরকারী সংগঠনরাসহ রাজনৈতিবিদবৃন্দ রা গভীর শোকাহ জানাই। আজ সকালে হিন্দু ধর্মের রীতিনিতী অনুযায়ী অন্ত্যেষ্টি ক্রিয়া মাধ্যমে দাহ করা হবে বলে পরিবারে পারিবারিক সুত্রে জানা যায়।

বিজ্ঞাপন

সকাল ১০ টায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটি প ক্ষ ফুল ও ব্যানার মাধ্যমে কফিনে শ্রদ্ধা নিবেদন জানাতে নেতৃত্ব দেন জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক বাবু সমীরন বড়ুয়া, সাধারন সম্পাদক পলাশ কুসুম চাকমা সহ উপজেলা কমিটি সদস্য সদস্যারাবৃন্দ উপস্থিতসহ রাজস্থলী উপজেলা শাখা সভাপতি চাইথোয়াইমং মারমা প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত