সোমবার, আগস্ট ১৮, ২০২৫

রমজানকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সিকদার ফাউন্ডেশন

আপডেট:

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি:
মরণব্যাধি করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের শ্রমজীবী ও অসহায় মানুষেরা গৃহবন্দী থেকে কর্মহীন হয়ে পড়েছে, দেশের এমন দুর্যোগকালে সাধারণ মানুষের কথা ভেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান অাদারচর এলাকার প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে উপহার হিসেবে রমজান মাসের ইফতার সামগ্রী পৌঁছে দিলেন লোহাগাড়ার “কলাউজান সিকদার ফাউন্ডেশন”।

(বুধবার) ২২ এপ্রিল সকাল থেকে কলাউজান অাদারচর এলাকায় গিয়ে ইফতার সামগ্রীগুলো উপহার হিসেবে বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক সাত্তার সিকদার।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন,
ফাউন্ডেশনের মহাসচিব সাদ্দাম সিকদার,সদস্যদের মধ্যে ছিলেন,দিদার সিকদার,আয়াজ সিকদার,
সাজিদ সিকদার,হাসান সিকদার,
রিফাত সিকদার,,মোহাম্মদ আলী,খাইর আহমদ, শফিক আহমদ সিকদার,নিসচা লোহাগাড়া শাখার অাহবায়ক সাংবাদিক মোজাহিদ হোসাইন সাগর, সাংবাদিক এমএএইচ রাব্বি, সাংবাদিক জমির উদ্দিন, সাংবাদিক অারিফুল ইসলাম রিফাত সহ অারো অনেকেই।

ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, নগদঅর্থ,চাল,তেল,চিনি,পেঁয়াজ,চিড়া,চোলা,সেমাই, নুডলস, মুড়ি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।

বিজ্ঞাপন

দেশের এমন ভয়াবহ করোনা পরিস্থিতিতে সিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেয়ে মহা খুশি এলাকার মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষরা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক সাত্তার সিকদার দিনবাংলাকে জানান,বিশ্বব্যাপী মরণব্যাধি করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের সকল মানুষ গৃহবন্দী, কর্মহীন হয়ে পড়েছে এলাকার শ্রমজীবী মানুষরা। তাই আমাদের সিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ম ধাপে উপহার হিসেবে শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছি, আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশা’অাল্লাহ।

দেশের এমন ক্লান্তিকালে, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে প্রতিটি সমাজের বিত্তবানদের মানবিক সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত