রবিউল হোসেন, চট্টগ্রাম:
গত শুক্রবার (১৫ নভেম্বর) ফ্রিডম ব্লাড ব্যাংক এর ২য় বর্ষপূর্তিতে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন এ কথা বলেন।
আ.জ.ম নাছির উদ্দিন বলেন, ‘রক্তদানের চেয়ে শ্রেষ্ঠ দান আর কিছু নেই। আর রক্তের অভাবে যেন কেউ অকালে প্রাণ না হারায় সেই লক্ষ্যে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে ফ্রিডম ব্লাড ব্যাংক। চট্টগ্রামের অন্যান্য ব্লাড ব্যাংক এর সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। সিটি করপোরেশন এবং আমার পক্ষ থেকে ফ্রিডম ব্লাড ব্যাংককে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।’
মেয়র বলেন, ‘অনলাইন ভিত্তিক সংগঠন ফ্রিডম ব্লাড ব্যাংকের বর্তমানে যে অগ্রযাত্রা তা সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটাল প্রযুক্তির কল্যানেই।সেই ডিজিটাল কর্মের মূল নায়ক কিন্ত জননেত্রী শেখ হাসিনা। যার হাতের ছোঁয়াই বদলে যাচ্ছে বাংলাদেশ।’
তিনি আরো বলেন, ‘ইপিজেড-পতেঙ্গা ওয়ার্ডের সামাজিক নিরাপত্তা,পরিচ্ছন্ন পরিবেশ এবং আবর্জনা মুক্ত এলাকা গঠনে সকল সামাজিক সংগঠকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে।’
উক্ত অনুষ্ঠানে নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন, প্রধান বক্তা ছিলেন মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল ইসলাম বাবু, উদ্বোধক অতিথি- বিএমএর সদস্য ডাঃ হোসেন আহম্মদ, বাংলানিউজের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, শারমিন ফারুখ সুলতানা, মো. কামরুজ্জামান, শেখ মো.আলাউদ্দিন ফারুখ, খান মো.সাইফুল, মো.বাশার খান, সাখাওয়াত হোসেন সাখাজিল, হাজি মো.নাছির উদ্দিন।
মেহেরুন নেছা আদিবা ও হাসানুল ইসলাম শিপন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসিফুল ইসলাম জয়, সালাউদ্দিন কাদের রনি, সাংগঠনিক সম্পাদক-মো. নয়ন খান, সহ-সাংগঠনিক সম্পাদক অন্তু দাশ, এডভোকেট রোকসানা আক্তার, নারী নেত্রী কামরুন্নাহার বেবী, ফারজানা মুন্নি, আব্দুল কাদের জিলানী, রাকিবুল ইসলাম, নারী নেত্রী মিসেস নাছিমা আক্তার, সংগঠনের অর্থ সম্পাদক-গোলাম রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক তন্বী দত্ত,সদস্য শাহাদাত হোসেন, সৈকত, কান্তা কামাল, রাহাত উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে “রক্তিম স্মৃতি” নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন জনাব আ.জ.ম নাছির উদ্দীন এবং সারাদেশের বাঁছাইকৃত ২১ টি সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও ৮৪ জন স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের সভাপতির বক্তব্যে নুর আলম সিদ্দিক জানান তিনি সকলের সহযোগীতা ও ভালোবাসায় উক্ত সংগঠনের মাধ্যমে যে কোন সময়ে মুমূর্ষু রোগীকে রক্ত জোগাড় করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।