নিজস্ব প্রতিবেদক:
বাঁচলে কৃষক বাঁচবে দেশ”
জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব শামশুল হক চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশে,পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের উৎসাহ ও উদ্দীপনায় ৯ নং (ক)বড়লিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে রক্তচোষা জোঁকের উপদ্রবকে উপেক্ষা করে ৫নং ওয়ার্ডের কৃষক মোহাম্মদ ইউনুছ এর ৩৬ শতক জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেয় বড়লিয়া ইউনিয়ন যুবলীগ।দান কাটায় অংশ গ্রহণ করে পটিয়া উপজেলা যুবলীগের সদস্য, বড়লিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য সৈয়দ জাবেদ সরোয়ার,বড়লিয়া ইউনিয়ন যুবলীগ নেতা ফজলুল করিম সাজ্জাদ, এস এম আজাদ সরওয়ার, ইনসাফ উদ্দিন মিল্টন,স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়ার মোহাম্মদ,যুবলীগ নেতা কাজল বড়ুয়া, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ মহিউদ্দিন রুমেল, আবুল কাসেম, সৈয়দ আসাদ উদ্দিন রিমন, মোঃ ওয়াহিদ,মোঃ সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা আবরার হোসেন রাহীন,ছাত্রলীগ নেতা কামরুল হাসান, ছাত্রলীগ নেতা আরমান আলী,যুবলীগ নেতা ফখরুল শিকদার, দেলোয়ার হোসেন,মোঃ হারুন, ছাত্রনেতা মোঃ রায়হান,সাবের শিকদার, সৈয়দ মারুফ উদ্দিন,ইফতেখারুল আলম,নুরুল আজমি,আরাফাত,মিজান প্রমুখ।
কৃষক মোঃ ইউনুস বলে,আমি কামলার অভাবে ধান কাটতে পারিনি তাছাড়া কিছু কামলা এসে জোঁকের উপদ্রব দেখে পালিয়ে যাই। এমত অবস্থায় আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। বড়লিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং ইউপি সদস্য সৈয়দ জাবেদ সরোয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে রোজা রেখে তার নেতাকর্মীদের নিয়ে আমার ৩৬ শতক জমির ধান কেটে দেওয়ায়।আমি ভয়ে এক পাশে দাঁড়িয়ে ছিলাম, জোঁকের যে উপদ্রব মনে করেছি তা দেখে তারাও পালিয়ে যাবে।কিন্তু না খুব সাহসীকতার সাথে তারা আমার পাকা ধান কেটে উঠানে দিয়ে আসল।তাদের কাছে সত্যি আমি ও আমার পরিবার ঋণী।