সোমবার, আগস্ট ১৮, ২০২৫

টেকনাফে রংগীখালী ৭নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট:

হেলাল উদ্দিন সাগর, টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন শাখা যুবলীগের আওতাধীন রংগীখালী ৭ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত।আজ ৪ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে রংগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলন ও কাউন্সিলে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জাফর আলম, সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা এবং আলাউদ্দিন সাইদির যৌথ সঞ্চালনায় সম্মেলনের সুচনা হয়।

বিজ্ঞাপন

উক্ত সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,অন্যান্য’র মধ্যে আরো বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ইউনিয়ন এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদক এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পরবর্তী সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিনবছরের জন্য রংগীখালী ৭ নং ওয়ার্ড যুবলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হন জসিম উদ্দিন রানা এবং
সাধারণ সম্পাদকের দায়িত্বে রাসেল উদ্দিন রনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত