নিজস্ব সংবাদাতা,
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি ও ৩২ আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ মঈনুদ্দিন খান রাজীব এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী বিকাল তিনটায় চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন যুবনেতা মো: মঈনুদ্দিন খান রাজিব। এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন স্হানীয় নেতাকর্মীগন।
রাজিব বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন তা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। যত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে জনগন কে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করার নির্দেশ দেন তিনি।
দেশের সংকটময় পরিস্থিতিতে তিনি সব সময় জনগনের সাথে ছিল আছে আর থাকবে বলে মিছিল পরবর্তী সমাবেশ সম্পন্ন করেন।