ইমতিয়াজ চৌধুরী, স্পোর্টস ডেস্কঃ
সৌদি আরবের কিং সৌদি ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুক্রবার রাতে সুপার ক্ল্যাসিকোর ম্যাচে মুখোমুখী হয় ল্যাটিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির মাঠের লড়াইয়ের সাথে দ্বৈরত সৃষ্টি হয় গ্যালারী পেরিয়ে চায়ের কাপ পর্যন্ত। দর্শকদের বাকযুদ্ধ অন্তত নিজ নিজ দলকে জেতালেও মাঠের লড়াই-ই মূখ্য।
এবার সেই মাঠের লড়াইয়েই পেরে উঠলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আলভিসেলেস্তাদের কাছে গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচে নিয়ন্ত্রিত ফুটবল খেলার পরও কাউন্টার এ্যাটাকে দুর্বলতার প্রতিচ্ছবি হয়েছেন সেলেকাওরা। লিওনেল মেসির একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা।
ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টাইনদের কাউন্টারে ঢুকে পড়েন ব্রাজিলীয়ান ফরোয়ার্ড় গ্যাব্রিয়েল জেসুস। ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হওয়া জেসুস পেনাল্টি শুট খুঁজে নিতে ব্যর্থ হলে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় তিতের শিষ্যদের। ঠিক ৬ মিনিট পরই পেনাল্টি পেয়ে যান লিওনেল মেসি। বাম পায়ের জোরালো শুট এলিসন বেকারের গ্লাভস ফিরিয়ে দিলেও দ্বিতীয় বারে ব্রাজিলের জালে বল জড়ান মেসি।
আর কোনো গোল না হলে প্রথমার্ধে ১-০ লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠা ব্রাজিল বার বার কাউন্টারে হানা দিয়েও ব্যর্থ হয়। নির্ধারিত ৯০ মিনিট মধ্যে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ৫৩ শতাংশ বল দখলে রেখেছে ব্রাজিল। আর্জেন্টিনার ৪৭। এছাড়াও প্রতিপক্ষের দূর্গে ৭৫ বার আক্রমন করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। অন্তত এই ব্যর্থতায় নেইমারের শূন্যতা টের পেয়েছে সেলেকাওদের আক্রমণভাগ। ম্যাচে ২৫ বার ফাউল করে ৩ টি হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনা। ১৪ বার ফাউল করে সমান সংখ্যক কার্ড দেখেছে ব্রাজিলও।