শনিবার, আগস্ট ১৬, ২০২৫

মৃত্যুর ছয় মাস পর গৃহবধুর লাশ উত্তোলন।

আপডেট:

মৃত্যুর ছয় মাস পর গৃহবধুর লাশ উত্তোলন

পটিয়া প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

দাফনের ৬ মাস পর পটিয়ায় হোসনে আরা বেগম (৫৫) নামের এক গৃহবধুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। অাজ দুপুরে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাব্বির রাহমান সানির উপস্থিতিতে পুলিশ লাশটি কবর থেকে উত্তোলন করেন। পরে প্রাথমিক সুরতহাল রির্পোট শেষ করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

জানা যায়, হোসনে আরা নামে গৃহবধু পটিয়া কৈড়গ্রাম চাঁদার পাড়া ২ নং ওয়ার্ড ফাজিলখার হাট আবুল হাসেমের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২মে বাড়ির পাশ থেকে গৃহবধু লাশ পুলিশ উদ্ধার করে। জায়গা জমি কলহের জেরেই গৃহ বধুকে হত্যা করা হয় বলে অভিযোগ করে আদালতে নিহতের পুত্র বাদী হয়ে মো: এনামুল হাসান (২৩), পীং মো: আবুল হাশেমের ছেলে বাদী হয়ে মো: আবুল বশর, গং বিবাদীর বিরুদ্ধে ১টি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ৬(৪) ১৯ জি আর ১৩৮/১৯ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ২৭ মে তদন্তকারী অফিসার এস আই মো: নাজমুল কবিরকে তদন্তেভার দেয়া হয়।

বিজ্ঞাপন

মামলার বাদী আদালতে লাশ উত্তোলনের আবেদন করলে বিজ্ঞ বিচারক গৃহবধুর লাশ উত্তোলন করে ময়না তদন্ত করার জন্য নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পটিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির রাহমান সানির উপস্থিতিতে বুধবার লাশটি উত্তোলন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানার এস আই নাজমুল কবির তিনি জানান, লাশটি উত্তোলন করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষে লাশ পূর্নরায় দাফন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত