মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরে নির্দেশে বৃক্ষ রোপণ করলেন আনোয়ারা উপজেলা ছাত্রলীগ।
গতকাল ২৭ জুন শনিবার বিকেলবেলায় ৪নং বটতলী ইউনিয়নের এস এম অাউলিয়া উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মোঃ অাবছার হামিদ, মো নুর হোসেন,মো তৌহিদুল ইসলাম, সাজ্জাদ অামজাদি,মো মুবিন,মোঃ বোরহান,মো তামিম,মো সানেয়াত প্রমুখ।