নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান”এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন চলছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নুর কামাল, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন এর নেতৃত্বে স্কুল,কলেজ,মাদ্রাসা ও হ্নীলা ইউনিয়নের আওতাধীন ৯ টি ওয়ার্ডে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করেন। আজ ৭/৭/২০২০ ইং রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটের সময় টেকনাফ উপজেলার হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
উক্ত বৃক্ষরোপন কর্মসুচীতে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সাধারন সম্পাদক সাবের খান,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নুর কামাল ,সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন (ভারপ্রাপ্ত) , উপজেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন, রঙ্গিখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্রলীগ এর সভাপতি হেলাল উদ্দিন সাগর,
ছাত্রলীগ নেতা সাইদুল আমিন সিহাব, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ শেখ রাসেল,লেদা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবছার কামাল,হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রচার সম্পাদক রিদওয়ান, জমিরিয়া আলিম মাদ্রাসা দপ্তর সম্পাদক এইচ মনছুর আলম,ছাত্র নেতা এইচ জুনায়েদ নুর, তিন নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দীন, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ নুর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি রাশেল সিকদার, সাধারণ সম্পাদক শাহরিয়া রিমন, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ৭ নং সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা মুরশেদ সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।