গাজী নুরুউদ্দীন,
গতকাল বিকাল চারটায় দক্ষিণ বাকলিয়ায় বীর মুক্তিযোদ্ধা ইদরিস আলম স্মৃতি সংসদের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট ইদরিস আলম স্মৃতি সংসদ এর সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি, দক্ষিণ বাকলিয়ার কৃতি সন্তান আলহাজ্ব তৈয়বুর রহমান, বাকলিয়া থানা আওয়ামীলীগ এর সংগ্রামী যুগ্ম আহবায়ক হাজী ছিদ্দিক আলম, দক্ষিণ বাকলিয়া ওয়াড আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব নুরুল আজিম নুরু, ইদরিস আলম স্মৃতি সংসদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাকলিয়া থানা আওয়ামীলীগ এর সদস্য মোস্তাকিম বি কম, বাকলিয়া থানা আওয়ামীলীগ সদস্য শফিউল আলম, আমরা করবো জয় সংগঠন এর নেতৃবৃন্দ সহ ও এলাকার গরীব, দুস্থ,মেহনতি মানুষ ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কবি,কলামিস্ট ও নিঃস্বার্থ রাজনীতিবিদ ইদরিস আলম পশ্চাৎপদ বাকলিয়ায় শিক্ষার দ্বীপ শিখা জ্বালানোর লক্ষ্যে চর চাকতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,চর চাকতাই সিটি কর্পোরেশন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও ইউসুফ স্কুল প্রতিষ্ঠা করেন।এছাড়া তিনি ছিলেন ষাট দশকের তুখোড় ছাত্রনেতা,চট্টগ্রাম সিটি কলেজের সাবেক জি.এস এবং সিটি আওয়ামীলীগ এর প্রচার ও সাধারণ সম্পাদক। তিনি নিয়মিত কলাম লিখতেন চট্টগ্রামের সব পত্রিকা গুলোতে। এবং তিনি “আমরা তখন যুদ্ধে” খ্যাত গ্রন্থের লেখক।