‘মুক্তার মতো নয়’
আদর সোহাগ মায়ায় ভরা মুক্ত খোকার নাম,
স্বর্ণ মুদ্রায়, কড়ি কড়ায়, মিলবে না এর দাম।
পথ হারিয়ে চলছো কোথায় ওরে অবুঝ মন?
যেথায় সেথায় পাবে নাকো রাজার বাড়ির ধন।
একটি মুক্তা জোটে কভু হাজার ঝিনুক মাঝে,
অযুত-নিযুত, কোটির মাঝে সেই ঝুমুর বাজে।
আপন গুনেই রাজ মহলে মুক্তার বিচরণ ,
ভোগ বিলাসে নয়রে খোকা কঠিন শিহরণ।
জীবন মানেই ঝিনুক খোলস, খুজে নিতে হয়,
আলসে ভরা জীবন তোমার মুক্তার মতো নয়
লেখকঃ মোহাম্মদ আদিল আরাফাত,
শিক্ষার্থী: ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ (বি,এ)।