মিয়ানমার থেকে ট্রলার করে গরু আসার পথে ৩৩ গরু নিহত
টেকনাফ প্রতিনিধিঃ
ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে উত্তাল সাগর নৌ রুট দিয়ে গরু বোঝাই ট্রলার টেকনাফে আসার পথে ৩৩ টি গরুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ৯ আগস্ট (শুক্রবার) এ ঘটনা ঘটে। শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গরু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন গত ৮ আগস্ট মিয়ানমার হতে গরু বোঝাই একটি ট্রলার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।
বৌরি আবহাওয়ার কারণে উত্তাল ঢেউয়ের ঝাঁকুনিতে ৩৩ টি গরুর মর্মান্তিক মৃত্যু ঘটে। গরুগুলো টেকনাফের ব্যবসায়ী আবু ছিদ্দিক মেম্বারের বলে জানা যায়।এই ব্যাপারে ব্যবসায়ী আবু ছিদ্দিক মেম্বার জানান, ট্রলারে ২৪০ টি মতো গরু ছিল। বৌরি আবহাওয়ায় ডেউয়ের কবলে পড়ে ৩৩ টি গরুর মৃত্য হয় এবং আরো ৩ গুরুতরভাবে আহত হয়।