রবিবার, আগস্ট ১৭, ২০২৫

মিয়াজান সিকদার বাড়ির উদ্যেগে ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
করোনা (কোভিট-১৯) ভাইরাস বর্তমানে আলোচিত এক নাম, এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশে যেখানে বিশ্বব্যাপী সংক্রমিত হয়েছে ২১ লাখ মানুষ আর প্রাণ কেড়ে নিয়েছে এক লাগ চুয়ান্ন হাজারের বেশি মানুষের। এ মহামারী থেকে বাদ পড়েনি বাংলাদেশও, যেখানে পুরো দেশ এখন ঝুঁকিপূর্ণ, এমতাবস্থায় মানুষ হয়ে পড়েছে ঘরবন্দি, পরিবারের একমাত্র উপার্জন দাতার বন্ধ হয়ে গেছে আয়ের উৎস, এমন দূর্ভোগময় সময়ে ৩০০টি অসহায় পরিবারের পাশে এগিয়ে আসলেন ফটিকছড়ি ১১নং সুয়াবিল ইউপি’র ১নং(বারমাসিয়া) ওয়ার্ডের মিয়াজান সিকদার বাড়ি।

শনিবার(১৮ এপ্রিল) পুরোদিন ব্যাপী বারমাসিয়া গ্রামের অসহায় অসচ্ছল ৩০০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী(চাল, পিঁয়াজ, চিনি, তেল, চোলা) পৌঁছে দিলেন মিয়াজান সিকদার বাড়ির বাসিন্দারা।

বিজ্ঞাপন

অসহায়দের পাশে দাড়ানোর উদ্যোগের ব্যাপারে মিয়াজান সিকদার বাড়ির(মুরুব্বী) বাসিন্দা ফিরোজ খান চৌধুরী বলেন, করোনা ভাইরাসের জন্য কেটে খাওয়া মানুষ দিনমজুরেরা অনেক কষ্টে দিনাতিপাত করছেন, যারা বিত্তবান আছেন তাদের প্রতি আমার অনুরোধ নিজের এলাকার দায়িত্ব নিজে নিন তাহলে কেউ আর অনাহারে থাকবে না।

একইবাড়ির বাসিন্দা ইফতেখার উদ্দিন চৌধুরী রিমন বলেন, আমরা চাইনা কেউ অনাহারে থাকুক, বিত্তবানদের উদ্দেশ্য করে সে বলে, যে যেখানে আছেন সবাই নীজ নীজ উদ্যোগে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

বিজ্ঞাপন

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, অানোয়ার ইসলাম চৌধুরী, জামাল খান চৌধুরী, ডাঃ মোসলেহ উদ্দিন চৌধুরী
দিদারুল অালম চৌধুরী, মোহাম্মদ অাতাউল হক চৌধুরী, সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত