জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার সেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবারের উদ্যোগে ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ১৯০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
কর্মসূচির প্রথম দিন বুধবার (১৩মে) ১৯তম রমজানে ১৭০ পরিবার এবং বৃহস্পতিবার (১৪মে) ২০তম রমজানে আরো ২০ পরিবারকে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন,দেশে করোনা সংকটের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার গুলো এই সহযোগিতা পেয়েছে। বিগত বৎসরে চৌধুরী হাট রক্তিম পরিবার অফিস প্রাঙ্গনে পোগ্রাম হলেও এবার করোনার কারনে জনসমাগম এড়িয়ে যেতে সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গিয়ে এই উপহার পৌঁছে দিয়েছে।
সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ রাজু ও উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহীন বিন আমির সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।
সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ রাজু বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া পরিবারগুলোর তালিকা করে ত্রাণের প্যাকেট ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেক বছর আমরা ঈদ সামগ্রী বিতরণ নামে এই পোগ্রাম বাস্তবায়ন করে থাকি। পোগ্রাম বাস্তবায়নে রক্তিম পরিবারের যেসকল শুভাকাঙ্ক্ষী আর্থিক ভাবে সহায়তা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।