বুধবার, আগস্ট ১৩, ২০২৫

মিরসরাইয়ে ইসলামী তাফসীর মাহফিল অনুষ্ঠিত

আপডেট:

জাবেদ ভূঁইয়া, মিরসরাইঃ
মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা এলাকাবাসীর উদ্যেগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ২ ঘটিকা থেকে কোরআন-হাদিস থেকে আলোচনা এবং শিল্পীদের ইসলামী সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে গাজীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান তাফসির মাহফিল।

বিজ্ঞাপন

বাংলাদেশ সচিবালয়ের সাবেক কর্মকর্তা আলহাজ্ব রিদোয়ান চৌধুরীর সভাপতিত্বে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করেন, খ্যাতিনামা ইসলামী স্কলার বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মোল্লা নাজিম উদ্দীন। প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা পেশ করেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।

এসময় আরো আলোচনা পেশ করেন, ফরহাদ নগর জগজীবনপুর জাসে মসজিদের খতিব তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা জাফর উদ্দিন, মাওলানা সরওয়ার সহ অনেকে।

বিজ্ঞাপন

মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম উত্তর জেলার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘কর্ণফুলী শিল্পী গোষ্ঠী’

অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নে মুসলমানদের এক হয়ে দেশের সর্বস্তরে ইসলামী রীতিনীতি মেনে চলার আহবান জানান এবং রাসূল (সঃ) এর রাষ্ট্র পরিচালনার নানা দিক গুলো কোরআন-হাদীসের আলোকে শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত