মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া:
মানুষ হচ্ছে দুনিয়ায় মুসাফির, তিনি বলেন,নবী করিম (দ.) এরশাদ করেছেন “এ পার্থিব জীবন তো খেল-তামাশা ছাড়া কিছুই নয়। আর পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন; নবী করিম (দ.) অারো বলেন “আখিরাতের মুকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ঐরূপ, যেমন তোমাদের কেউ সমুদ্রে আঙ্গুল ডুবায়,আঙ্গুলটি সমুদ্রের যতটুকু পানি ধারণ করে ততটুকু সমান দুনিয়ার জীবন।
চট্টগ্রামের জামেয়ার ময়দানে সারাদিনব্যাপী গত শুক্রবার অনুষ্ঠিতব্য দাওয়াতে খায়র কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্যে আওলাদে রাসুল হজরতুল আল্লামা হাফেজ ক্বারী শাহজাদা সৈয়দ আহমদ শাহ (ম.জি.আ.)তিনি কথা বলেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য দাওয়াতে খায়র কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন,রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, আওলাদে রাসূল হজরত শাহসুফি সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান,শেরে মিল্লাত মুফতি আল্লামা ওবায়দুল হক নঈমী,আঞ্জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম.এ.মান্নান,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী, উপাধ্যক্ষ ড. মাওলানা লিয়াকত আলী, মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, মুফতি আল্লামা কাজী আবদুল ওয়াজেদ, আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী,আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মুহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোযার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি আলহাজ্ব শাসামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল হক, অ্যাসিসটেন্ট সেক্রেটারি আলহাজ গিয়াস উদ্দিন শাকের, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক সামশুর রহমান, জামেয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম,গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার,অধ্যক্ষ বদিউল আলম রিজভী, উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রিজভী, মাওলানা হাফেজ আনিসুজ্জামান ও সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আজহারী, দাওয়াত খায়ের এর কেন্দ্রীয় মুয়াল্লেম মাওলানা ইমরান হোসের আলকাদেরী প্রমূখ।