মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী,
চট্টগ্রামে মানবাধিকারকর্মী পরিচয়ের আড়ালে ল্যাপটপ ও পাওয়ার ব্যাংকের ভেতর লুকিয়ে ইয়াবা বড়ি পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর নাম নাছিবুর রহমান। গত রোববার রাতে নগরের বাকলিয়া থানা পাকা রাস্তার মাথায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭, সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার বলেন, মাদক ব্যবসায়ীরা একটি যাত্রীবাহী বাসে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছেন খবর পাওয়া যায়।
বাকলিয়া এলাকায় ওই যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নাছিবুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে থাকা ট্রলিব্যাগের ভেতর ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩ হাজার ৬৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।