বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

মাইসছড়িতে শীতার্তদের মাঝে MWA কর্তৃক শীতবস্ত্র বিতরণ

আপডেট:

মহালছড়ি প্রতিনিধি,
মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে থিংবাংকই পাড়াসহ মোট ৬টি গ্রামে আজ ২২ ডিসেম্বর (,মঙ্গলবার) শীতার্তদের মাঝে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন (MWA) কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন (MWA) কর্তৃক এ বছর শীতকালে ৩য় ধাপে গরীব ও দিনমজুরীদের মাঝে কম্বল বিতরণ করে মানবতার স্বাক্ষর রেখে চলেছে যা খুবই প্রশংসনীয়।

এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অংশ্যিপ্রু মারমা,কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাথোয়াইপ্রু মারমা,মহানগর কমিটির আহ্বায়ক, থুইচিমং মারমা, চিনুমং( চিংহলাঅং মারমা) ও মেম্বার প্রার্থী। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে গরীব হতদরিদ্র মানুষেরা শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি হয়ে সাধুবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

এই শীতবস্ত্র বিতরণে থুইচিমং মারমার সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অংশ্যিপ্রু মারমা। এসময় তিনি বলেন, “শীতকালে অনেক গরীব মানুষ শীতের সাথে দিনপাত জীবনযাপন করে থাকে। তাদের জন্য এই শীতবস্ত্র কম্বল অনেকটা শীত নিবারনে সহায় সম্বল হয়ে দাঁড়ায়। তাই আমরা মানুষের শীত নিবারনের জন্য এই সামান্য উদ্যোগ গ্রহন করেছি।

” মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে থিংবাংকই পাড়াসহ আরো ৫টি গ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এক অনন্য উজ্জ্বল নিদর্শন রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত