নিজস্ব সংবাদদাতা,
দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। কক্সবাজারের মহেশখালী ও কুতুবজুনে দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই আহত দুই জন।
আহতদের কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ৯টি পৌরসভায়ও চলছে ভোটগ্রহণ। সবকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। এই পৌরসভাগুলো হলো- ফরিদপুরের ভাঙ্গা, পঞ্চগড়ের দেবীগঞ্জ, কুমিল্লার নাঙ্গলকোট, যশোরের নওয়াপাড়া, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী, কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া।
প্রথম ধাপে ১১ এপ্রিল সাড়ে তিনশ এর বেশি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে ওই সময় তা স্থগিত করা হয়। পরে ২১ জুন ২০৪টি ইউপি নির্বাচন হয়েছিল। মহামারীর বিস্তারের কারণেই এ ধাপে স্থগিত থাকা বাকি ইউপিতে আজ সোমবার ভোট হচ্ছে।
মেয়াদ পূর্ণ হওয়া প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদের বাকিগুলোর নির্বাচন কয় ধাপে এবং কবে নাগাদ হবে, সে বিষয়ে চলতি মাসের শেষ সপ্তাহে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।