আবুল বশর পারভেজ, মহেশখালী:
মহেশখালী থানা পুলিশের অভিযানে একই পরিবারের ৬ জনসহ ১০ জন গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৮ জুলাই) গভীর রাতে মহেশখালী থানা পুলিশের টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ।
অভিযানে আটক কৃতরা হলেন, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা গ্রামের একই পরিবারের মৃত ফজল করিমের পুত্র লেড়া মিয়া এবং তার পুত্র মোঃ এমরান, জসিম উদ্দিন, কামাল পাশা, মোঃ কাসেম, ঝাপুয়া এলাকার মোক্তার আহমদের পুত্র জসিম উদ্দিন, মারাক্কা ঘোনার মৃত কাচা মিয়ার পুত্র সফিউল আলম, শাপলাপুর জাহিদারঘোনা গ্রামের ইজ্জত আলীর পুত্র আবু বক্কর ও হেলাল উদ্দিন ও ছোট মহেশখালীর দক্ষিন নলবিলা গ্রামের মৃত ছালে আহমদের পুত্র মো: জালাল।
গ্রেফতার অভিযানে নেতৃত্বে ছিলেন ওসি তদন্ত-আশিক ইকবাল, এস আই মনিষ সরকার, এএস আই ইলিয়াছ, এএস আই জসিম সহ পুলিশ সদস্যরা।
গ্রেফতার বিষয়ে মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই জানান, মহেশখালী প্রত্যন্ত গ্রামে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে মহেশখালী থানা পুলিশ। সাথে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীদের দৃত করতে মাঠে কাজ করছে পুলিশ টিম।
আটককৃতদের নামে থাকা মামলা মূলে স্বাস্থ্যবিধি মেনে আদালতে প্রেরন করা হয়েছে।