চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। রোববার সকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল আলম এ তথ্য জানান।
কর্তব্যে অবহেলায় মসজিদে প্রাণহানির ঘটনায় ফতুল্লা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত প্রতিবেদনের পর আসামি করা হবে বলেও জানিয়েছে পুলিশ সুপার। এদিকে এসি নয়, তিতাসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে এমন তথ্য উঠে এসেছে, ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে।
মসজিদ কমিটিও বলছে নয় মাস আগে তিতাসকে লাইনে ত্রুটির কথা জানানো হলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে স্থানীয় কর্মকর্তারা।
তবে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, অভিযোগের প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
©Independent Tv