শনিবার, আগস্ট ১৬, ২০২৫

‘মরহুম ইসহাক মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ!

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
মরহুম ইসহাক মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমযান উপলক্ষে এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরন করা হয়।

আজ (০৬) মে বৃহস্পতিবার বিকাল ৩টায় মরহুম ইসহাক মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ২৭ নং ওয়ার্ড, এবং ডবলমুরিং থানা বি এন পির সভাপতি মোঃ সেকান্দর মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীপাড়া সমাজ উন্নয়ন যুব পরিষদের উপদেষ্টা মোঃ আজিজুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মরহুম ইসহাক মিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃরাজিব চৌধুরি।

এতে আরও উপস্থিত ছিলেন মরহুম ইসহাক মিয়া ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ সাগির মিয়া,মোঃনাদের মিয়া, মোঃ সেলিম।

এছাড়া আরো উপস্থিতছিলেন মোঃ সুলতান, মোঃ রনি, মোঃ সুমন, মোঃ অভি, মোঃ সানি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগেও বিভিন্ন এলাকায় হতদরিদ্র এবং অসুস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা করে এসেছিলেন সংগঠনটি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত