এম.মোবারক হোসাইন, কক্সবাজারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কক্সবাজার জেলা সেচ্ছাসেবক লীগ।
রোববার সেচ্ছাসেবক লীগের ব্যানারে মানববন্ধন করেন কক্সবাজার জেলার সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার -৩ এর সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
সাংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল এমপির বক্তব্যে তিনি বলেন,ভাস্কর্য আর মূর্তি এক বিষয় নয়। যারা ভাস্কর্য ও মূর্তি নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে আওয়ামী ওলামা লীগ তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। কুরআনে ভাস্কর্যকে হারাম করা হয়নি। যারা ভাস্কর্যকে হারাম বলছে তারা ধর্মের নামে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। মূর্তির নামে মাওলানা মামুনুল হকরা দেশে অশান্তির সৃষ্টি করছে। তথাকথিত মাওলানা মামুনুল হক নবী (সা.) কে ব্যঙ্গ করে কথা বলে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। অবিলম্বে মামুনুল হককে আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে সেচ্ছাসেবক লীগের নেতা আবু বকর সহ অনেকেই বক্তব্য রাখেন। তারা বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ বিরোধীদের তীব্র সমালোচনা করেন এবং বঙ্গবন্ধু বাংলায় কোনো মৌলবাদী, উগ্রবাদীর ঠাঁই হবে না বলে হুশিয়ার করে দেন।
উল্লেখ্য, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করেছে ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা। এরপর থেকেই ধর্মীয় মৌলবাদী, উগ্রবাদীদের তীব্র সমালোচনা তৈরি হয়েছে দেশে।