ভারি বর্ষণে পটিয়ায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভারি বৃষ্টি চট্টগ্রামের পটিয়া রেল স্টেশন এবং শহীদ ছবুর বোড, কামাল বাজার সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা।
বিভিন্ন এলাকায় গত রোববার থেকে বৃষ্টি ও জোয়ারের পানিতে বন্দি হয়ে পড়েছে বেশির ভাগ মানুষ। সোমবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে দামপাড়ায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন স্হানে হাঁটু পানি উঠে গেছে।
রেলস্টেশন এলাকার বাসিন্দা উর্মি বেগম জানান, তাঁর ঘরের ভেতরে পানি ঢুকেছে। এতে খাটের ওপর বসে ঘরের সবাইকে রাত কাটাতে হয়েছে। রান্নাবান্না করতে খুবই কষ্ট হচ্ছে।
অন্যদিকে এক রিক্সার ড্রাইভার বলেন অতিরিক্ত পানি জমার ফলে রিক্সা চালাতে সমস্যা হচ্ছে। অনেক সময় রিক্সা গর্তে পড়ে গিয়ে দূর্ঘটনার সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, উপজেলার আশেপাশের এলাকায় ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় জেলা প্রশাসন ঝুঁকিপূ্র্ণ পাহাড়ের পাদদেশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। রেড ক্রিসেন্ট নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। মেডিকেল টিম গঠন করেছে জেলা সিভিল সার্জন অফিস।