বুধবার, আগস্ট ১৩, ২০২৫

ভারতফেরত ১৪৫ জন ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে ভারতফেরত ১৪৫ জনকে ঝিনাইদহের দুটি স্থানে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায়।

গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের যশোরে জায়গা দিতে না পেরে বেনাপোল থেকে পুলিশ পাহারায় ঝিনাইদহে এনে ঝিনাইদহ পিটিআই হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ছয় দিনে ঝিনাইদহে ১৪৫ জন ভারতফেরতকে আনা হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে সরকার ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে আটকে পড়া যাত্রীরা দেশে ফিরলে সরকারের পক্ষ থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

কোয়ারেন্টিনে থাকা ভারতফেরতদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং চিকিৎসকরা নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত